অভি হাসান দেওয়ান:
পুরোনো বন্ধুদের কাছে পেয়ে কেউ কুশল বিনিময়ে ব্যস্ত। একে অন্যকে বুকে জড়িয়ে ধরছেন কেউ কেউ। কেউ খুলেছেন গল্পের ঝাঁপি। যেন ফিরে গেছেন পুরোনো দিনে। বন্ধুদের এমন আবেগ, উচ্ছ্বাস বুঝিয়ে দিল বাঁধন আলগা হয়নি মোটেও, আছে প্রাণে প্রাণে।
গত শুক্রবার (১২ মে)দিনব্যাপী মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম এলাকায় এস.এস.সি ৯৫ ব্যাচের বন্ধুরা এ অনুষ্ঠানের আয়োজন করে।গ
সকাল থেকে সারাদিন আড্ডা,গল্প,মাস্তির ভিতর দিয়ে পার করলো চড়ুইভাতি। সকাল ৮ থেকে দুর দুরান্ত থেকে এক এক করে অনুষ্ঠানে সকলে যোগ দিতে থাকেন, সকাল ১০ টায় পরিপূর্ণ হয়ে যায় অনুষ্ঠান স্থল।অনেকটা দিন পর এক যায়গায় হতে পেরে অনেকেই আবেগে আপ্লুত হয়ে পড়েন। এ সময় এক অন্যকে জড়িয়ে ধরতে দেখা যায়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসএসসি ফ্রেন্ডস ৯৫ মো. হাশেম আলী, মবিন জুয়েল, নাহিদ ইসলাম, মাসুদ রানা, মুহাম্মদ সামছুল ইসলাম সুমন,তপু আমান, পিন্টু জাজ, অ্যাডভোকেট আনোয়ার হোসেন, মো. শফিকুল ইসলাম ফিরোজ, নাসির উদ্দিন, মুজাহিদ মাসুম, ডা: আনোয়ার সাদাত,মোজাহিদুল ইসলাম তমাল,দেওয়ান রাসেল,কাজী আজিম,হায়দা খোকন,সিদ্দিকুর মানিকগঞ্জ জেলা সহ ঢাকা জোনের বন্ধুরা অংশ গ্রহন করে
সকাল ৮ টা থেকে শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত। এসময় আলোচনা, স্মৃতিচারণাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।