মোঃ আতিকুর রহমান ,দৌলতপুর:
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে থানার অডিটোরিয়াম রুমে সকলের অংশ গ্রহনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
থানা অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম মোল্যার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলার পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান,পিপিএম(বার)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মারুফা নাজনীন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কদ্দুস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একেএম নাছির উদ্দিন আবুল, বীরমুক্তিযোদ্ধা এ্যাড.আবুল কাশেম, জিয়নপুর ইউপি চেয়ারম্যান ও কমিউনিটি পুলিশের সভাপতি মো:বেলায়েত হোসেন,বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান মো: আমজাত হোসেন,উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো:শাহ আলম,উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি মোঃ মিজানুর রহমান মিন্টু মোল্লাসহ বিভিন্ন মিডিয়া কর্মী।