মো: মহিদ:
বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষে মানিকগঞ্জে যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২০(মে) দুপুরে জেলা যুবলীগের আয়োজনে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে শহীদ রফিক সড়কে একটি মিছিল বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা যুবলীগের আহবায়ক ও পৌরসভার প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজার সভাপতিত্বে যুগ্ন আহবায়ক মাহবুবুর রহমান জনির সঞ্চালনায় জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ফিরোজ আলম খান, সুবল সাহা,সৌমিত্র সাহা মনা, মনরিুল ইসলাম মনি, পৌর যুবলীগ নেতা মশিউর রহমান, এস এম দেলোয়ার হোসনে, সামিউল আলম রনিসহ যুবলীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।