স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের ঘিওরে বাসা চাপায় মো. সাকিব হোসেন(২৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
শনিবার সন্ধায় ঢাকা- আরিচা মহাসড়কের উপজেলার ধুলন্ডী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাকিব কুষ্টিয়া সদরের চৌরহাস এলাকার ইসাক আলীর ছেলে। এ ঘটনায় ঘাতক বাসটির চালক ও হেলপারকে আটক করেছে বরংগাইল হাইওয়ে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশ্য মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন সাকিব। পথিমধ্যে ঢাকা -আরিচা মহাসড়কের ধুলন্ডী এলাকায় বিপরীত দিক থেকে আসা পাটুরিয়াগামী পদ্মা লাইনের দ্রুতগামী একটি বাস ওভারটেক করার সময় ওই মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনা স্থলে মোটরসাইকেল আরোহী নিহত হয়। পরে স্থানীয়রা ঘাতক বাসটির চালক ও হেলপারকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
বরংগাইল হাইওয়ে থানার ইনচার্জ মো. জাকির হোসেন জানান, ঘাতক বাসসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।