আল আমিন হোসেন, রাজবাড়ী প্রতিনিধিঃ
“স্মার্ট ভুমিসেবা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় ভূমিসেবা সপ্তাহ -২০২৩ এর উদ্বোধন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ থেকে ২৮ তারিখ পর্যন্ত এই ভূমিসেবা সপ্তাহ চলবে। ভূমিসেবা সপ্তাহ শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী।
উপজেলা ভূমি অফিস পাংশা, রাজবাড়ীর আয়োজনে সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা ভূমি অফিসের সামনে পাংশা-কালিতলা সড়কে র্যালি ও ভূমি অফিস চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মাসুদুর রহমান রুবেলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হাসানাত আল মতিন, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাঈদ আহমেদ, উপজেলা সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ মোতালেব হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়নের তৌশিলদারগণ উপস্থিত ছিলেন।