মোঃ আতিকুর রহমান, দৌলতপুর:
মানিকগঞ্জের দৌলতপুরে ভূমি সেবা সপ্তাহ ও জনসচেতনামূলক সভা ২০২৩ পালিত হয়েছে।স
সোমবার কাল ১০ঃ০০ ঘটিকার সময় উপজেলা অফিসার্স ক্লাবে জনসচেতনতামূলক ভূমি সেবা সপ্তাহ-২০২৩ অনুষ্ঠিত হয়। ২২ মে থেকে ২৮শে মে পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ চালু থাকবে। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) অর্ণব মালাকার, প্রধান অতিথির বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার আবিদা সুলতানা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দৌলতপুর থানার বিভিন্ন ইউপি চেয়ারম্যানগন, বিভিন্ন ইউনিয়নের ভূমি অফিসের কর্মকর্তাগণ, প্রধান অতিথির বক্তব্যে বলেন, ভূমির সকল প্রকার সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে। সহকারী কমিশনার (ভূমি) বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ভূমিহীনদের ভূমিসহ ঘরের নিশ্চয়তা প্রদান করেছেন,ভূমির সেবাও নিশ্চিত করতে হবে।
এছাড়া এখানে আরো উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম, বাংলাদেশ সাংবাদিক সমিতির,উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমান মিন্টু মোল্লা সহ মিডিয়ার বিভিন্ন কর্মী গন।