স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জে ট্রাক চাপায় শিশু শিক্ষার্থী রবিউল ইসলাম নিহতের ঘটনায় ঘাতক ট্রাক চালকের শাস্তি ও নিরাপদ সড়ক এর দাবিতে মানববন্ধন হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ পোড়রা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সামনের রাস্তায় মানববন্ধন করেছে বিদ্যালয়েরই শিক্ষার্থী – শিক্ষক সহ অভিভাবকরা।
এক ঘন্টার মানববন্ধনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাজী মাসুদুর রহমান, শিক্ষক দীপা মন্ডল সহ অভিভাবকরা বক্তব্য রাখেন।
বক্তারা ট্রাক চালকের দৃষ্টান্তমূলক শাস্তি সহ নিরাপদ সড়কের দাবি জানান।
গত ১৩ মে শহরের নাগ বাড়ি এলাকায় ট্রাক চাপায় মারা যায় পোড়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র রবিউল ইসলাম।
ঘটনার পর স্থানীয়দের সহায়তায় ঘাতক ট্রাক চালককে আটক করে পুলিশ।