1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৩:০০ পূর্বাহ্ন

ঢাকায় আসছেন চীনের ভাইস মিনিস্টার

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ২৫৪ বার দেখা হয়েছে

নিউজ ডেস্ক:

চীনের ভাইস মিনিস্টার (ফরেন অ্যাফেয়ার্স) সুন ওয়াইডং আগামী শুক্রবার (২৬ মে) দুই দিনের সফরে ঢাকা আসছেন। সফরকালে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে বৈঠকে যোগ দেবেন।

আগামী ২৭ মে বাংলাদেশ-চীন পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

চীনের ভাইস মিনিস্টার সুন ওয়াইডংয়ের দুদিনের বাংলাদেশ সফরে পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক ছাড়াও অন্যান্য কর্মসূচি নির্ধারণে উভয় পক্ষ কাজ করছে।

সূত্র জানায়, চীন তার ‘গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভে (জিডিআই)’ বাংলাদেশকে যুক্ত করতে চায়। এরই মধ্যে চীন এ সংক্রান্ত একটি সমঝোতার খসড়া পাঠিয়েছে। বাংলাদেশ ওই খসড়া পরীক্ষা-নিরীক্ষা করছে।

রোহিঙ্গা সংকট সমাধানে চীন বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে মধ্যস্থতা করছে।

চীনের সহযোগিতায় দুই দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে পাইলট উদ্যোগ নিয়েছে। ভাইস মিনিস্টার সুন ওয়াইডংয়ের সফরে এ বিষয়েও আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য,  ২০১৬ সালে চীনের প্রধানমন্ত্রী শি চিন পিংয়ের বাংলাদেশ সফরে উভয় পক্ষ তাদের সম্পর্ককে কৌশলগত মাত্রায় উন্নীত হওয়ার ঘোষণা দেয়। বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে চীনের ‘বেল্ট অ্যান্ড রোড (বিআরআই)’ উদ্যোগে যোগ দিয়েছে। বর্তমানে এ সম্পর্ক আরও এগিয়ে নিতে উভয় পক্ষ কাজ করছে।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury