সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:
সামাজিক পূঁজি গঠনের মাধ্যমে স্থানীয় প্রশাসনের সহায়তায় সরকারি সেবাসমূহ জনবান্ধবকরণ(লোকমোর্চা)প্রকল্পের আওতায় মানিকগঞ্জের সিংগাইর উপজেলা লোকমোর্চার পুন:গঠন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৪ মে) সকাল সাড়ে ১০ টার দিকে ওয়েভ ফাউন্ডেশনের সহায়তায় মধ্য সিংগাইর ওয়েভ ফাউন্ডেশন প্রকল্প অফিসের হলরুমে হাজী আব্দুল বারেক খানের সভাপতিত্ত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় ওয়েভ ফাউন্ডেশন কর্মকর্তা ও লোকমোর্চা প্রকল্প সমন্বয়কারী হাবিবুল ইসলামের পরিচালনা বক্তব্য দেন,উপজেলা লোকমোর্চা কমিটির সভাপতি আব্দুল বারেক খান,সাধারন সম্পাদক আনোয়ারা খাতুন,যুগ্ন সাধারন সম্পাদক শহিদুল ইসলাম,উপদেষ্টা জগদীশ চন্দ্র মালো,বীরমুক্তিযোদ্ধা অলোক সাহা। অন্যন্যদের মধ্য বক্তব্য দেন,বীরমুক্তিযোদ্ধা আমজাদ হোসেন নান্নু, বীরমুক্তিযোদ্ধা কফিল উদ্দিন,মো.রমিজ উদ্দিন,ভূমদক্ষিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর ছিদ্দিক, হাজী আব্দুস সামাদ,মহশীনুর রহমান,সাংবাদিক রকিবুল হাসান বিশ্বাস,ইলিয়াস হোসেন,রাশেদা আক্তার প্রমুখ। এতে উপস্থিত ছিলেন,মুক্তিযোদ্ধা লোকমোর্চা কমিটির সহ-সভাপতি মো. সাদেক আলী, সিংগাইর পৌরসভা কাউন্সিলর আলেয়া বেগম ও তাসরিন নাহার, পিপল আক্তার,রেখা রানী দাস,শাহনাজ পারভীন,দেওয়ান মশিকুল আলম প্রকল্প কর্মকর্তা সবুজ আলী,ওয়েভ ফাউন্ডেশন কৃষি ইউনিটের সহকারি কৃষি কর্মকর্তা মতিউর রহমানসহ প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।