1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:৫৪ পূর্বাহ্ন

১০ দফা দাবী বাস্তাবায়নের দাবীতে মানিকগঞ্জে বিএনপির জনসমাবেশে মির্জা আব্বাাস

  • প্রকাশের সময় : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ২৮২ বার দেখা হয়েছে

এসএম আকরাম হোসেন:

দ্রব্যমূল্যের উধর্বগতি ও ১০ দফা দাবী বাস্তাবায়নের দাবীতে মানিকগঞ্জে  বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শুক্রবার বিকালে  পৌর এলাকার জয়নগর  স্কুল মাঠে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার সভাপতিত্বে  সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীরের সঞ্চালনায়

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ,সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু সহ  অন্যান্যরা। এসময়  পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ,জেলা বিএনপির সহ সভাপতি আজাদ হোসেন খান, যুগ্ন সাধারণ সম্পাদক সত্যেন কান্ত পন্ডিত ভজন, সাংগঠনিক সম্পাদক নুরতাজ আলম বাহার, গোলাম আবেদিন কায়সার,রফিক উদ্দিন ভূইয়া হাবু, দপ্তর সম্পাদক আরিফ হোসেন লিটন, জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, সদস্য সচিব জিয়াউদ্দিন আহমেদ কবির, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জিন্নাহ খান, সদস্য সচিব রকিবুল ইসলাম রাকিব,জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল কাদের, জেলা মহিলা দলের সভাপতি সাবিহা হাবিব, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজিব সহ জেলা,উপজেলা,পৌরসভা ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস বলেন,আজকে আমাদের কথা বলার অধিকার নাই, কথা শোনার অধিকার নাই ,আমাদের মিছিল মিটিং করার অধিকার নাই, আমাদের পেটে ভাত নাই,বাংলাদেশের সমস্ত টাকা পয়সা লুট হয়ে যাবে আর আমরা বসে বসে তামশা দেখব? বাংলাদেশের জনগণ ১৪ বছরে তামাশা দেখেছে। বাংলাদেশের জনগণ আর এই তামাশা দেখতে চায় না।

তিনি আরো বলেন,বাংলাদেশের জনগণ চায় এই সরকারের পতন এবং ভোটের মাধ্যমে পতন ,রাজনৈতিক পতন এবং কথায় কোন পতন চায় না। যদিও এই সরকার নিশি রাতের সরকার, যদিও এই সরকার ভোট চোরের সরকার, যদিও এই সরকার জনগণের ভোটের ক্ষমতায় আসে নাই।যারা জনগণের ভোটে ক্ষমতায় আসে নাই তারা কখনোই জনগণের মঙ্গল চিন্তা করতে পারেনা। আওয়ামীলীগ যদি প্রতিরোধ করে আর কোন প্রতিরোধ সেই প্রতিরোধের বিরুদ্ধে অন্ন,বস্ত্র,বাসস্থান, ক্ষুদা মিটানোর জন্য ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য তখন রাজপথে নামে আপনারা তখন প্রতিরোধ করবেন।

বাংলাদেশের জনগণ আর এই সমস্ত প্রতিরোধ সহ্য করবে না। প্রতিরোধ যদি আপনারা করেন সেই প্রতিরোধের বিরুদ্ধে ইনশাআল্লাহ পাল্টা প্রতিরোধ হবে এবং কাউকেই ছেড়ে দেওয়া হবে না।

আপনারা ধৈর্য ধরে রাজপথে থাকবেন এবং আওয়ামী লীগ আঘাত করলে পাল্টা দৌড়ানি দিবেন, দেখবেন একটাও থাকবে না। এখন তো ক্ষমতায় আছে পুলিশ,আছে র‌্যাব,আছে বিডিআর, কত কিছু নিয়ে লাফায়, কয়দিন পর কিছু থাকবো না মনে রাইখেন। দেখা যাবে কার কত জোর আছে।

কোন সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না। একটি তত্ত্বাবধায়ক সরকার হবে একটা নিরপক্ষ নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন কমিশন হবে। তার অধীনে বিএনপি নির্বাচনে যাবে এর বাইরে বিএনপি’র কোন আপোষ নেই।

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা বলেন, রাতের ভোট চোরের সরকারকে আর রাখা যাবে না তাদের অধিনে নির্বাচন ও সম্ভব হবে না। কারণ একটা শিশুও জানে এখন নির্বাচনে জিততে ভোট লাগে না এমনিই সরকার চলে আসে। এখন ঘুরে দাড়ানোর যায়গা নেই? আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। নিজেদের বেঁচে থাকার কথা চিন্তা করে নিজেদের ভবিষ্যত প্রজন্মের  কথা চিন্তা করেন তাহলে একটাই কাজ করতে হবে সকলকে  ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে ‍তুলে এই সরকারকে হটাতে হবে। আমরা এই ফাসিবাদ সরকারকে হটিয়ে নিরদলীয় সরকারের অধিনে নির্বাচন চাচ্ছি। কারণ জনগণ আর এই হাসিনা সরকারকে বিশ্বাস করেনা।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury