স্টাফ রিপোর্টার, মোহসীন মোহাম্মদ মাতৃকঃ
প্রতি বছরের ন্যায় এবারও জাকজমকপূর্ণভাবে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মে) বেলা এগারো ঘটিকায় সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ বাজেট সভা অনুষ্টিত হয়।
ইউনিয়ন পরিষদ আয়োজিত বাজেট সভায় ইউপি চেয়ারম্যান মোঃ আসমত আলী ২০২৩-২০২৪ অর্থ বছরের ১,৮২,৪৯,৭২০/- (এক কোটি বিরাশি লক্ষ ঊনপঞ্চাশ হাজার সাতশত বিশ টাকা) বাজেট ঘোষণা করেন। এবার পূর্বের চেয়ে প্রায় ৯ শতাংশ বড় আকারের বাজেট ঘোষণা করা হয়।
সর্বস্তরের জনগণের অংশগ্রহণ, সম্পদের সুষ্ঠ ব্যবহার, স্বাস্থ্য সেবা নিশ্চিত করণ, যৌতুক, বাল্যবিবাহ, মাদক দূরীকরণ, জবাবদিহিতা নিশ্চিত করণ ও বেতিলা-মিতরা ইউনিয়নের সার্বিক উন্নয়নের লক্ষ্যে এই উন্মুক্ত বাজেট ঘোষণা সভা যথোপযুক্ত ভুমিকা পালন করবে বলে চেয়ারম্যান মোঃ আসমত আলী আশাবাদ ব্যক্ত করেন।
বাজেট ঘোষণা সভায় আরো উপস্থিত ছিলেন ইউপি সচিব মোঃ মুশফিকুর রহমান, প্যানেল চেয়ারম্যান মোঃ আতোয়ার রহমান সহ সকল ইউপি সদস্য, ডিজিটাল সেন্টারের উদ্দ্যোক্তা, দফাদার মোঃ উজ্জ্বল হোসেন, গ্রামপুলিশসহ স্থানীয় সর্বস্তরের জনসাধারন।