আমার নিউজ ডেস্কঃ
কুমিল্লায় একই রশিতে মা ও ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে হোমনা উপজেলার ভাসানিয়া ইউনিয়নের ফকির পাড়া এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, ওই এলাকার জজ মিয়ার ছেলে বাবুর স্ত্রী সাজিদা আক্তার (২০) এবং তাদের ৩ বছর বয়সী ছেলে মো. আব্দুল্লাহ।
হোমনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, বৃহস্পতিবার সকালে মরদেহ দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রশি থেকে মরদেহ দুটো উদ্ধার করে থানায় নিয়ে আসে। পারিবারিক কলহ থেকে এ ঘটনা ঘটতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। আমরা নিহত সাজিদা আক্তারের স্বামী বাবুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি।
মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর মূল কারণ জানা যাবে।