স্টাফ রিপোর্টার:
বরিশাল মেয়র নির্বাচনে মুফতি মুহাম্মদ ফয়জুল করীম ( শায়েখ চরমোনাই) উপর হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখার নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করেছে।
আজ শুক্রবার ১৬ জুন বিকালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় প্রেসক্লাব চত্তরে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের সাবেক সভাপতি মাওলানা নিজামউদ্দিনের সভাপতিত্বে সমাবেশ শেষে দোয়া পরিচালনা করেন সদর মুজাহিদ কমিটির মুফতি আ: রহমান। এসময় আরো বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মাও: সোলাইমান হোসেন,ইসলামী যুব আন্দোলনের সভাপতি মো: মিজানুর রহমান মিজান,যুগ্ন সাধারণ সম্পাদক মুফতি মাহফুজুর রহমান সিরাজী জেলা ,ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি এম আতিকুর রহমান সহ অন্যান্যরা।
সভায় বক্তারা বরিশালে সিটি কর্পোরেশন নির্বাচন চলাকালে বাংলাদেশ ইসলামী আন্দোলনের মনোনীত মেয়র প্রার্থী মুফতি মুহাম্মদ ফয়জুল করীমের উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বেয়াদব প্রধান নির্বাচন আমাদের পীরকে বলে নিহততো হয়নি। এই নিশিরাতের সরকার শেখ হাসিনাকে পদত্যাগের দাবী জানান।