স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৩৫ বছর। রবিবার (১৮ জুন) সন্ধ্যায় উপজেলার আন্ধারমানিক এলাকার কড়ইতলা হতে লাশ উদ্ধার করে নৌ-পুলিশ।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য জানান, ধারণা করা হচ্ছে, ৬ থেকে ৭ দিন আগে তার মৃত্যু হয়েছে। লাশ দূর থেকে পানিতে ভেসে এসেছে। তার পরনে পোশাক ছিল না। শরীরেও জখমের চিহ্ন দেখা যায়নি। তিনি হত্যার শিকার হয়েছেন নাকি আত্মহত্যা করেছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।
তিনি আরোও বলেন, এ মামলার তদন্ত করছেন ফরিদপুর নৌ পুলিশ। এ ব্যাপারে হরিরামপুর থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।