হরিরামপুর প্রতিনিধি:
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ৯নং কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
গত ২৪ মে দুপুরে ইউনিয়ন পরিষদ হল রুমে উন্মুক্ত এ বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব মো. নূরুল ইসলাম।
কাঞ্চনপুর ইউপি চেয়ারম্যান গাজী বনি ইসলাম রূপকের সভাপতিত্বে আগামী এক বছরের জন্য এ বাজেট ঘোষণা করা হয়। বাজেটে মোট আয় ধরা হয়েছে এক কোটি দুই লাখ ১৯ হাজার ৭৩০ টাকা। ব্যয় ধরা হয়েছে এক কোটি এক লাখ ৩৮ হাজার ১২৬ টাকা।
বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডলসহ পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য, গ্রাম পুলিশ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।