মহসীন মোহাম্মদ মাতৃক:
পবিত্র ইদুল আজহা-২০২৩ উপলক্ষ্যে মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়ন পরিষদে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২২জুন) বেলা ১২ টার দিকে সদর উপজেলার পুটাইল ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পুটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম।এসময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইসরাফিল হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) আসমা উল হুসনা,বীরমুক্তিযোদ্ধা এম এ হোসেন আলী, পুটাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনোয়ার হোসেন গিনি বিশ্বাস,সাধারণ সম্পাদক এনামুল হক সহ অন্যান্যরা।
সংসদ সদস্য মমতাজ বেগম বলেন, শুধু টাকা থাকলেই এমপি হওয়া যায় না, জনগনের দোয়ার প্রয়োজন আছে। সিংগাইরের আঞ্চলিক মহাসড়ক রয়েছে এইটাকে ৪ লেনে উন্নিত করার প্রক্রিয়া চলছে। মাননীয় প্রধানমন্ত্রীর ভিষন বাংলাদেশকে একটি ডিজিটাল বাংলাদেশে রুপান্তর করা আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগনের জন্য যে উন্নয়ন করছে তা সত্যি প্রশংসার দাবিদার।
এসময় প্রায় ১৩০০ পরিবারের মধ্যে ১০ কেজি করে ভিজিএফ চাল দেওয়া হয়। পুটাইল ইউনিয়নের এলাকাবাসি ভিজিএফ চাল পেয়ে উছ্বসিত।