এস এম আকরাম হোসেন:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মানিকগঞ্জের সিংগাইর উপজেলা শাখা ও পৌর শাখা বিএনপির কমিটি পুনর্বিন্যাস করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দিয়েছে জেলা কমিটি।
গত আজ বুধবার সকালে মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা ও সাধারন সম্পাদক এস এ জিন্নাহ কবীরের স্বাক্ষরিত এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
এতে মো: আবিদুর রহমান খান রোমান সভাপতি ও দেওয়ান মাহবুবুর রহমান মিঠুকে সাধারণ সম্পাদক করে সিংগাইর উপজেলা শাখা কমিটি এবং এ্যাড: খোরশেদ আলম ভূঁইয়া জয় সভাপতি ও মো: বাবুল হোসেনকে সাধারণ সম্পাদক করে সিংগাইর পৌর শাখা কমিটি অনুমোদন দেন জেলা বিএনপি।
সিংগাইর উপজেলা শাখা কমিটিতে মো: আবিদুর রহমান খান রোমান সভাপতি, দেওয়ান মাহবুবুর রহমান মিঠু সাধারণ সম্পাদক, সিনিয়র সহ সভাপতি মো: তোফাজ্জল হোসেন তোফাজ, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মো: আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: সাজেদুল আলম স্বাধীন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুদ পারভেজ, দপ্তর সম্পাদক মো: আওয়াল শরীফ খোকন সহ ১০১ সদস্য বিশিষ্ট পুনর্বিন্যাসকৃত পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত হয়।
একই সাথে সিংগাইর উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদ খান মো: রুমি, মো: মেজবাহ উদ্দিন, আব্দুল আলী(সাবেক চেয়ারম্যান), খান মো: হাবিবুল আলম, আবুল হাশেম খান, ডা: সফি উদ্দিন, মো: আবুল গফুর, মো: আলাউদ্দিন মো: আব্দুস সালাম মোট ৯ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ অনুমোদিত হয়।
সিংগাইর উপজেলা শাখা কমিটিতে এ্যাড: খোরশেদ আলম ভূঁইয়া জয় সভাপতি, মো: বাবুল হোসেনকে সাধারণ সম্পাদক, সিনিয়র সহ সভাপতি ডি এম মোজাম্মেল হক সেতু, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম খান শ্যামল, সাংগঠিনিক সম্পাদক মো: আল মামুন, সাংগঠনিক সম্পাদক মো: সাইদুর রহমান আকুল , দপ্তর সম্পাদক মো: কফিল উদ্দিন সহ ১০১ সদস্য বিশিষ্ট পুনর্বিন্যাসকৃত পূণাঙ্গ কমিটি অনুমোদিত হয়।
একই সাথে সিংগাইর পৌর বিএনপির উপদেষ্টা পরিষদে খন্দকার সামসুল ইসলাম খান, খন্দকার মোসলেম উদ্দিন, মো: ইংরেজ আলী, মো: মোকসেদুর রহমান, মো: ফরহাদ হোসেন, মো: শাহজাহান সহ মোট ৬ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি অনুমোদিত হয়।
নবগঠিত সিংগাইর উপজেলা বিএনপির সভাপতি মো: আবিদুর রহমান খান রোমান বলেন, ৯০ আন্দোলনের ছাত্রনেতা ও বিএনপির তৃণমুলের ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে উপজেলা শাখা কমিটি অনুমোদন দেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনবারের প্রধান মন্ত্রী খালেদা জিয়া, দলের মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা ও সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এই কমিটি অতীতের যে কান কমিটির চেয়ে এই কমিটি জেলা কমিটির হাতকে শক্তিশালী করতে অগ্রণী ভূমিকা রাখবে।
নবগঠিত পৌর বিএনপির সভাপতি এ্যাড: খোরশেদ আলী ভুঁইয়া জয় বলেন, তৃণমুলের নেতাকর্মীদের দাবীর প্রেক্ষিতে দলের এই ক্লান্তিলগ্নে অযোগ্য ও নিস্ক্রিয় নেতাদের বাদ দিয়ে যোগ্য ও সক্রিয় নেতাদের নিয়ে পুনর্বিন্যাসকৃত পূণাঙ্গ কমিটি উপহার দেওয়া সম্ভব হয়েছে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার বিচক্ষণতা ও সুযোগ্য নেতৃত্বে। তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে জেলা বিএনপির সাথে সিংগাইর থেকে দুর্বার আন্দোলন গড়ে তুলা হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা বলেন, পূর্বের সিংগাইর উপজেলা ও পৌর শাখা কমিটি ঘোষনা দেওয়ার পর তৃণমূলের নেতাকর্মীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মইনুল ইসলাম খান শান্তর পকেট কমিটির হিসেবে অখ্যায়িত করেছিলেন।
সিংগাইর উপজেলা ও পৌরসভা কমিটি ঘোষনা হওয়ার পর থেকে উপজেলা সকল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপণা ও আনন্দ বইছে। নবগঠিত সভাপতি ও সাধারণ সম্পাদককে উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে বরন করে নিচ্ছে।
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা বলেন, তৃণমুলের নেতাকর্মীদের জোরালো দাবীর প্রেক্ষিতে কেন্দ্রীয় বিএনপির নির্দেশে সিংগাইরে বিএনপিকে শক্তিশালী করতে সিংগাইর উপজেলা ও পৌর বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট করে পুনর্বিন্যাসকৃত পূণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। আগামী যে কোন আন্দোলন সফল করতে নবগঠিত এই কমিটি জেলা বিএনপির সাথে রাজপথে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।