1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০২:০৩ অপরাহ্ন

মানিকগঞ্জে প্রতিবন্ধীদের জন্য বাসে ২-টি সংরক্ষিত আসনের উদ্বোধন 

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ৩৭৯ বার দেখা হয়েছে

দীপক সূত্রধর:

প্রতিবন্ধীদের বাসে চলাচলের জন্য প্রতিটি বাসে ২টি সংরক্ষিত আসনের শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সানোয়ারুল হক।

আজ শনিবার (২৪ জুন) সকালে জেলা শহরের বাস টার্মিনালে ডিজএবল্ড রিহ্যাবিলিটেশন এন্ড রিসার্চ এসোসিয়েশন (ডিআরআরএ) এর আয়োজনে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় (ডিআরআরএ) এর প্রজেক্ট ম্যানেজার মোঃ নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও প্রকল্প সমন্বয়কারী মোঃ একলাছ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সানোয়ারুল হক।এছাড়াও অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন,পরিচালক (এমডিপিওডি) মোঃ এন্তাজ আলী,জেলার (জেপিইউএফ) কর্মকর্তা শুক্লা সরকার,জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল বাতেন,সদর বাস মালিক সমিতির সদস্য সচিব মোঃ জুলফিকার রহমান প্রমুখ।

বক্তব্যে সানোয়ারুল হক বলেন, সরকার প্রতিবন্ধীদের কিভাবে সুন্দর জীবন দিতে পারে আমরা সেই নিয়ে চেষ্টা করছি।আমরা সকলেই জানি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের নেতৃত্বে বাংলাদেশে এই প্রতিবন্ধীদের অধিকার, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অধিকার নিয়ে বিশ্বের দরবারে আজকে বাংলাদেশ রোল মডেল।আর সেই রোল মডেল হতে সহযোগিতা করছে অত্র এলাকার মাননীয় এমপি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন সেই সাথে আমাদের জেলা প্রশাসন, বিভিন্ন এনজিও,সমাজসেবা কার্যালয় সহ বাস মালিক সমিতি সহ আমরা প্রত্যেকেই চাচ্ছি প্রতিবন্ধীদের আরও কিভাবে সুযোগ-সুবিধা দেওয়া যায়।

অন্যান্য বক্তাগণ সবার সচেতনার মাধ্যমে প্রতিবন্ধীদের অধিকার এবং কিভাবে আরও সুযোগ-সুবিধা দেওয়া যায় সেই বিষয়ে আলোচনা করেন।

আলোচনা শেষে জেলা বাস টার্মিনালে বাসের ভিতরে সংরক্ষিত ২-টি আসনের স্টিকার লাগানো হয়।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury