দীপক সূত্রধর,ক্রাইম রিপোর্টার:
মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ চাল বিতরণের সময় সন্ত্রাসীরা পরিষদের ভিতরে ঢুকে চেয়ারম্যান আব্দুল জলিলের ওপর অতর্কিত হামলা করেন।
আজ সোমবার (২৬ জুন) দুপুরে সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নে চাল বিতরণের সময় এ ঘটনা ঘটে।
আহত ভাড়ারিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল জানান, সকালে একটি রাস্তার মাটি ভরাটের প্রজেক্ট বিষয়ে কথা বলেন স্থানীয় শামসুল মোল্লা ও সকেল উদ্দিন নামের ২ ব্যাক্তি। অতঃপর চেয়ারম্যান তাদের বলেন আজ পরিষদে চাল বিতরণের প্রোগ্রাম আছে তাই এই প্রোগ্রাম শেষ করে তাদের সমস্যা সমাধানে যাবেন।কিন্ত সকিল উদ্দিনের ভাতিজা আক্তার চেয়ারম্যানকে ফোনে হুমকি দেন। পরবর্তীতে পরিষদের ভিতর ঢুকে অতর্কিতভাবে চেয়ারম্যান আব্দুল জলিলকে এলোপাথাড়িভাবে কিল ঘুষি মারেন।পরে হামলাকারীরা পালিয়ে যায়।তবে তাদের একজনকে এলাকাবাসী হাতেনাতে ধরেন এবং তার নাম সকেল উদ্দিন।
এ ঘটনায় চেয়ারম্যান স্থানীয় সকেল উদ্দিন,মনিরুজ্জামান,মান্নান ,মোশারফ,শামসুল মোল্লা,ফজলু তার উপর হামলা চালায় বলে জানিয়েছেন।
বিষটি সদর থানায় জানালে সদর থানার এসআই মোহাম্মদ আব্দুল লিটন সাংবাদিকদের জানান,এই বিষয়ে তদন্ত করে ঘটনার সাথে জরিতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।