আফ্রিদি আহাম্মেদ:
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এর মানিকগঞ্জ জেলা পর্যায়ে মাদ্রাসা শিক্ষা ক্ষেত্রে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসেবে গোলড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা এর শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক আব্দুল ছালাম নির্বাচিত হয়েছেন।
মানিকগঞ্জ জেলা শিক্ষা অফিসার ও মানিকগঞ্জ জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উদযাপন কমিটির সদস্য সচিব রেবেকা জাহান এর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ।
মঙ্গলবার (৪ জুলাই) বেলা ৩ ঘটিকায় মানিকগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাদ্রাসা) হিসেবে তাকে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেয় । এসময় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে গোলড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা এর শ্রেণী শিক্ষক আব্দুল ছালাম বলেন, যেকোন স্বীকৃতি পাওয়া আনন্দের। মাদ্রাসা শিক্ষা ক্ষেত্রে কাজ আরো গতিশীল করবো। মানিকগঞ্জ সহ সারা দেশে মাদ্রাসা শিক্ষা এগিয়ে নিতে সর্বদা কাজ করবো ।