আব্দুল আলীম:
মানিকগঞ্জের হরিরামপুরে ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের (ইউসিবি) উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ (১০ জুলাই) সোমবার দুপুরে উপজেলা চত্বরে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান।
এসময় ইউসিবি ব্যাংক মানিকগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. মোস্তফা কামাল, জুনিয়র অফিসার সুমন মিয়া, এসিস্ট্যান্ট ক্যাশ অফিসার আফজাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
ব্যাংকের ব্যবস্থাপক মোস্তফা কামাল জানান, সারা দেশের ৫০ টি উপজেলাকে মডেল উপজেলা করার জন্য ৫০ হাজার তালগাছ, ফলজ, বনজ, ঔষুধী ও ফুল গাছের চারা রোপণ করা হবে। হরিরামপুরে ১ হাজার গাছ রোপন করা হবে। হরিরামপুরে ৬০ জন কৃষি উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়া হবে এবং তাদেরকে বিনামূল্যে কৃষি উপকরণ দেয়া হবে।