স্টাফ রিপোর্টার:
চট্টগ্রামের এসএসসির ৯৫ বন্ধু ক্রিকেট যোদ্ধা “চাটগাঁর নওজোয়ান ৯৫৯৭” ক্রিকেট টিমের চ্যাম্পিয়ন ক্যাপটেন Ali Bahar (আলী বাহার) আজ কিছুক্ষণ আগে ঢাকার ল্যাবএইড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছে।”ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন।”
১ম জানাজা ঢাকা -ঢাকাস্থ বন্ধুদের জন্য আজ বিকাল ৬ টায় মোহাম্মদ পুর বাবর রোডে আল মারকাজুল এ গোসল করিয়ে ওখানেই একটা নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তারপর চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবে।
আল্লাহ যেন তার দুই মাসুম বাচ্চাকে হেফাজত করে। আল্লাহ বন্ধুর পরিবারকে এই শোক সইবার ক্ষমতা ও বন্ধুকে জান্নাত দান করুন। বন্ধুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
আমীন।