1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০২:২৩ অপরাহ্ন

টাঙ্গাইলের কালিহাতিতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও ৭ জন আহত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ১৭৮ বার দেখা হয়েছে
টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতিতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও ৭ জন আহত হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে কালিহাতির নাগবাড়ি এলাকায় একটি ট্রাকের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। এতে সিএনজির দুই যাত্রী মারা যায়। এ সময় অন্তত ৭ জন আহত হয়।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম সাইফুল ইসলাম (৩২)। সে টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খানুর বাড়ি গ্রামের আব্দুর রশিদের ছেলে। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ বক্সের এএসআই আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, এলেঙ্গা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহি সিএনজি কালিহাতির নাগবাড়ি এলাকায় পৌঁছেল বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে সিএনজির ৭ যাত্রী আহত হয়। তাদেরকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে দুইজনকে চিকিৎসক মৃত ঘোষনা করে। দুর্ঘটনাকবলিত সিএনজি দুমড়ে মুচড়ে যায়। আহত অপর সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। আইনী প্রক্রিয়া শেষে নিহতদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury