দীপক সূত্রধর:
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিরোধীদলীয় নেতার মুখ্যপাত্র ও জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক কাজী মামুনূর রশিদ।
শনিবার (১৫ জুলাই) সকালে সিংগাইর উপজেলার সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে সিংগাইর উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক গোলাম সারোয়ার মিলন,কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খন্দকার মনিরুজ্জামান টিটু,মৃত্যুবার্ষিকী প্রস্তুতি কমিটির আহ্বায়ক শহিদুল ইসলাম, সিংগাইর পৌরসভা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সালাহ্ উদ্দিন খোকন, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত হোসেন শওকত,উপজেলা যুব সংহতির আহ্বায়ক আদিল মাহমুদ প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী মামুনূর রশিদ বলেন,এই বাংলার মাটিতে কোন অবস্থাতে যারা বাংলাদেশের গনতন্ত্র দেশের রাষ্ট্রকে কলঙ্কিত করতে চায় তাদের বিরুদ্ধে আমরা বিশ্বাস করি জাতীয় পার্টি সদাই সর্বদা সতেষ্ট এবং সতর্ক। কোন অবস্থাতেই বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করে ভিন্ন খাতে প্রবাহিত করে তৃতীয় শক্তির আবির্ভাব বাংলার মাটিতে হবে না।নিরপেক্ষ সুষ্ঠ নির্বাচন নির্বাচন কমিশন করবে।আমরা আহ্বান জানাই আগামী ২০২৪ সালের নির্বাচন সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হবে।সুতরাং জাতীয় পার্টির বক্তব্য স্পষ্ট কোন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় পার্টি নির্বাচন চায়না।আগামী ২৪ সালে যে নির্বাচন হবে এই সরকারের অধীনেই হবে কিন্ত নির্বাচনে সমস্ত ক্ষমতা থাকবে নির্বাচন কমিশনের হাতে।আমরা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন চাই।
প্রধান অতিথি সাবেক প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক গোলাম সারোয়ার মিলনকে লাঙ্গলের সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা দেন।
অনুষ্ঠানে আলোচনা সভা শেষে হুসেইন মুহাম্মদ এরশাদের স্মরণে এবং সকলের মঙ্গল কামনা করে দোয়া করা হয়।