1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৫:২৫ অপরাহ্ন

হরতাল-অবরোধ নয়, শান্তিপূর্ণ কর্মসূচিতেই সরকারকে বিদায় করা হবে: ফখরুল

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ৩০৪ বার দেখা হয়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‌‘ফায়সালা হবে রাজপথে। দফা এক, দাবি এক- শেখ হাসিনার পদত্যাগ। হরতাল-অবরোধ নয়, শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমেই সরকারকে বিদায় করা হবে।’

শুক্রবার (১৪ জুলাই) বিকেলে নোয়াখালী শহিদ ভুলু স্টেডিয়াম মাঠে পদযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই সরকারের পতন ছাড়া মানুষের মুক্তি মিলবে না। গণঅভ্যুত্থানেই সরকারের পতন হবে।

কৃষকরা ভালো নেই জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘কৃষক ভাইদের অবস্থা সবচেয়ে খারাপ। আগে সারের বস্তা প্রতি দাম ছিলো ৩০০ টাকা। আর এখন সেই সারের দাম ১২০০ টাকা। বিদ্যুতের দাম পাঁচগুণ বেড়েছে। বীজের দাম বেড়ে গেছে। অথচ ফসল বাজারে বিক্রি করতে গেলে দাম পাচ্ছেন না কৃষকরা।’

তিনি আরো বলেন, ‘আজকে স্বল্প আয়ের মানুষরা বাজারে যেতে পারে না। বাজারে গেলে চাল কিনতে পারে না, ডাল কিনতে পারে না, মাংস কিনতে পারে না। তারা ১০টাকা চাল দেবে বলেছিল কিন্তু এখন সেই চালের দাম ৬০-৭০ টাকা। ঘরে ঘরে চাকরি দেবে বলেছে।কোনো চাকরি হয়নি।’

দুর্নীতির প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ আমাদের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, বিচার ব্যবস্থা ধ্বংস করেছে। আমাদের অর্থনীতিকে ধ্বংস করেছে। দেশকে লুটের রাজত্বে পরিণত করেছে তারা।’

দেশ বাঁচাতে মেহনতি মানুষের পদযাত্রা কর্মসূচির আয়োজন করে বিএনপির চার অঙ্গ ও সহযোগী সংগঠন কৃষক দল, শ্রমিক দল, তাঁতি দল ও মৎসজীবী দল। চট্রগ্রাম বিভাগের ছয় জেলাসহ কুমিল্লা উত্তর ও দক্ষিণ মহানগরের নেতাকর্মীরাও এই পদযাত্রায় অংশ নেন।

পদযাত্রায় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু, বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম প্রমুখ।

কর্মসূচিতে  নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, নোয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশীদ আজাদ, নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মনজুরুল আজম সুমন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা বিএনপির সদস্য মো. গোলাম মোমিত ফয়সালসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury