মো: মহিদ:
মানিকগঞ্জে বিশিষ্ট শিল্পপতি, সাবেক মন্ত্রী ও মেয়র, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য কর্ণেল (অব:) এম এ. মালেক এর ২৩ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে পৌর আওয়ামীলীগের আয়োজনে পৌর আওয়ামীলীগ কার্যালয়ে পৌর আওয়ামী লীগের সভাপতি মো, আরশেদ আলী বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন , জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও পৌর মেয়র রমজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ও ডায়বেটিক সমিতির সাধারন সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো, ইসরাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফছার উদ্দিন সরকার, জাগির ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামীম হোসেন প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক মাহিদুল ইসলাম মাহিদ মাইজভাণ্ডারী, সাবেক দপ্তর সম্পাদক জুলফিকার রহমান, পৌর আওয়ামী লীগের ১নং ওয়ার্ডের সভাপতি মো, জসিম, পৌর কাউন্সিলর কবির হোসেন, যুবলীগ নেতা উজ্জ্বল হোসেন, পৌর আওয়ামীলীগ নেতা হৃদয় হোসেন জকি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
সভায় বক্তরা বলেন, কর্ণেল মালেক ছিলেন জনদরদী নেতা। তার গুনের কথা বলে শেষে করা যাবে না। সহজ সরল সৎ, মেধাবী, সাহসী ও পরউপকারী গরীব দুখী মানুষের জন্য নিবেদিত প্রাণ মানুষ ছিলেন। মৃত্যুর আগের দিন পর্যন্ত দলের জন্য ও মানুষের জন্য কাজ করে গেছেন। তার মৃত্যুতে মানিকগঞ্জবাসী মহান এক নেতাকে হারিয়েছেন। তারই সুযোগ্য ছেলে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন পিতার অসমপ্ত কাজ করে যাচ্ছেন।
উল্লেখ্য, আব্দুল মালেক ১৯৩৫ সালে মানিকগঞ্জের গড়পাড়া ইউনিয়নের চান্দইর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা এম কে মোল্লা এবং মাতা বেগম ইসাতুন্নেছা। মানিকগঞ্জ মডেল হাইস্কুল থেকে তিনি ১৯৫২ সালে ম্যাট্রিক পাস করে দেবেন্দ্র কলেজ হতে ইন্টারমিডিয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রী অর্জন করেন। তার স্ত্রী ফৌজিয়া মালেক তার ছেলে জাহিদ মালেক স্বপন মানিকগঞ্জ-৩ থেকে নির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।