মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবীতে মানিকগঞ্জের সাটুরিয়ায় সংবাদ সম্মেলন করেছে সাটুরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির শিক্ষকেরা।
বুধবার বেলা সাড়ে ১১টায় সাটুরিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সভাপতি ছানিহুর আক্তার। এছাড়া আরও বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক আনন্দ চন্দ্র দাস, আছালত জামান খান, আবুল বাশারসহ শিক্ষক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবীতে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলন করছে শিক্ষকেরা। আন্দোলনরত শিক্ষক প্রতিনিধিদের অফিসে ডেকে নিয়ে শিক্ষকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে শিক্ষকদের অপমান করেছেন শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি। শিক্ষামন্ত্রী কতিপয় অসাধু ও নামধারী শিক্ষক নেতা দ্বারা ভুলপথে পরিচালিত হচ্ছেন। এই শিক্ষামন্ত্রীর দিয়ে শিক্ষার উন্নয়ন সম্ভব নয়। একারনে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবী করেন এবং এব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
তারা বলেন, একদেশে দুই নীতি চলতে পারে না। সরকার যদি অনতিবিলম্বে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের ব্যবস্থা না করে, আন্দলনরত শিক্ষকেরা ঘরে ফিরে যাবে না।