দীপক সূত্রধর:
মানিকগঞ্জে আদর্শ মহাবিদ্যালয় খাবাশপুর কলেজে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ এইচ. এম মিজানুর রহমান।
সোমবার (৩১ জুলাই) সকালে সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের আদর্শ মহাবিদ্যালয় খাবাশপুর কলেজে প্রাক্তন শিক্ষার্থী এইচ.এস.সি ২০১৯ ব্যাচের আয়োজনে এবং বাঁধন,সরকারি দেবেন্দ্র কলেজ ইউনিটের কর্মীদের সহযোগিতায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় বাঁধন, সরকারি দেবেন্দ্র কলেজ ইউনিটের সভাপতি দীপক সূত্রধরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আদর্শ মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক (রসায়ন বিভাগ) মোঃ আব্দুল হামিদ মিয়া,ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আবির হোসেন, গণিত বিভাগের সহকারী অধ্যাপক পুলিন দাস মন্ডল, কৃষিশিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আব্বাস উদ্দিন, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ কাইয়ুম হোসেন, ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ নাসির হোসেন প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে আকাশ মিয়া ও সাইদুর রহমান (বেলাল) এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠান সফল করতে বাঁধন, সরকারি দেবেন্দ্র কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক ও এইস.এস.সি ২০১৯ ব্যাচের সোহাগ শিকদার,হোসেন শিকদার,নবীন,সিদ্দিকুর রহমান,শাহাদাত হোসেন, তুর্জ আহাম্মেদ,রাসেল হোসেন, রিয়াদুল ইসলাম, তামিম ভূইয়া,পিয়াল মৃধা,বাপ্পী হোসেন, নাঈম,কামরুল, বুলবুল,পারভেজ সহ কলেজ রোভার স্কাউট গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শুরু হয় এবং আলোচনা সভা শেষে প্রায় দুই শতাধিক বর্তমান ছাত্র-ছাত্রীদের রক্তের গ্রুপ নির্ণয় ও কলেজ প্রাঙ্গনে ৭-টি বৃক্ষ রোপন করা হয়।