এস এম আকরাম হোসেন :
মানিকগঞ্জ পৌরসভার দখলে থাকা সম্পত্তি জেলা পরিষদ কর্তৃক অবৈধভাবে দখল এবং ময়লা টানার যানবাহন আটকে রাখার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পৌরসভা।
মানিকগঞ্জ পৌরসভার আয়োজনে বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লারের হলরুমে পৌরসভার এই সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলন শেষে জনসমুখ্যে তালা ভেঙে আটকে থাকা রাখা ময়লা টানার গাড়ী বের করেন মেয়র-কাউন্সিল ও কর্মকর্তারা।
এসময় পৌরসভার মেয়র মো.রমজান আলী,প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা, প্যানেল মেয়র-৩ ডা: জেসমিন আক্তার, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর উজ্জল হোসেন, ১ নং ওয়ার্ডের কাউন্সিল আবুল কালাম আজাদ মাস্টার, ২ নং ওয়ার্ডের কাউন্সিলর নূরুল ইসলাম কুইন্ট,৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আবু মো: নাহিদ ও পৌর নির্বাহী কর্মকর্তা বজলুর রহমানসহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো: রমজান আলী বলেন, শহরের বেউথা বাজার এলাকায় পৌরসভার নিজস্ব জায়গায় জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড: গোলাম মহিউদ্দিন ক্ষমতার দাপটে অবৈধভাবে দখল করে দুতালা মার্কেট নির্মান করে কোটি কোটি টাকা জামানত গ্রহন ও মাসিক দোকান ও ব্যাংক ভাড়া দিয়েছে। যা সম্পূর্ণ অবৈধ।এমনকি পৌরসভা থেকে প্লান পাস ছাড়াই ভবন নির্মান করেছেন। গত বুধবার উল্টো পৌরসভার জায়গায় নির্মিত পৌরসভার ময়লা নেওয়ার গাড়ী ভেতরে থাকা অবস্থায় টিনসেড গোডাউনে তালা দিয়েছে জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহিউদ্দিন। এতে পৌরসভার বিভিন্ন জায়গার ময়লা নেওয়া নেওয়া সম্ভব হচ্ছে না। চরম ভোগান্তিতে পড়েছে পৌরবাসী।
জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন বলেন, আমরা কেউ মার্কেট বা গ্যারেজে তালা দেইনি। তারাই নাটক সাজিয়ে এমনটা করছেন।
উল্লেখ্য, মানিকগঞ্জে ৮.২৬ শতাংশ জমি নিয়ে পৌরসভা ও জেলা পরিষদের মধ্যে আদালতে মামলা চলছে। এই মামলায় গত জুলাই মাসের ২৬ তারিখে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের চেম্বার জজ আদালত পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত দুই পক্ষকে স্থিতিবস্থা বজায় রাখার আদেশ দেন। এরই মধ্যে এমন ঘটনা ঘটে।