মার্কিন যুক্তরাষ্ট্রের মাউই দ্বীপে দাবানলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৯ জন। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে। গত ১০০ বছরের ইতিহাসে দাবানলে মৃত্যুর সংখ্যা অতিতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।
মাউই দ্বীপের গভর্নর জশ গ্রিন মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে জানিয়েছে, ২ হাজারের বেশি মানুষ বিভিন্ন আশ্রয়কেদ্রে রাত কাটিয়েছেন। ১১ হাজারের বেশি মানুষ বিদ্যুৎসংযোহীন অবস্থায় আছে।
তিনি আরও বলেন, ‘আপনাদের নিশ্চিত করছি যে কয়েক ডজন মানুষ নিহত হয়েছে এবং কয়েক বিলিয়ন ডলারের সম্পতি ধ্বংস হয়ে গেছে।’ প্রায় ১৭০০ ভবন জ্বলে ছাই হয়ে গেছে।
নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। ক্ষয়-ক্ষতির পরিমাণ এড়াতে বন্ধ করে দেওয়া হয়েছে সব সড়ক । আশেপাশের এলাকাগুলো থেকেও বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। এখনও ৪০০০ পর্যটক আটকা পরে রয়েছেন সেখানে। তাদের উদ্ধার করতে তৎপরতা চালু রয়েছে।