আবুল হাসানাত:
মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ফুটওভার ব্রিজগুলো চলে গেছে হকারদের দখলে। তারা অস্থায়ী দোকান বসানোয় ওভার ব্রিজে হাঁটার জায়গা সংকীর্ণ হয়ে যাওয়ায় পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। নির্বিঘ্নে রাস্তা পারাপারের প্রয়োজনে তৈরি ওভারব্রিজই এখন বাজারে পরিণত হয়েছে। ব্রিজের ওপরে একপাশে বসেছে বিভিন্ন পণ্যের দোকান। মোবাইল এক্সেসরিস, বেল্ট, মানিব্যাগ, ওজন মাপার যন্ত্র, পানির পট, বিভিন্ন ধরনের ব্যাগ, গেঞ্জি, শার্ট, মোজা, ব্রাশ, টেবিল ক্লথ, হাস মুরগী, কানের দুলের দোকান নিয়ে বসেছেন ভ্রাম্যমাণ বিক্রেতারা। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য হাঁকডাক দিচ্ছেন। ব্রিজে পুরো একপাশ দখল করে দোকান বসানোর কারণে পথচারীদের হাঁটতে সমস্যা হচ্ছিল।
পথচারী ইফতেখার ইমন বলেন, ফুটওভার ব্রিজে হকাররা দোকান নিয়ে বসায় ঠিকভাবে হাঁটা যায় না। স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারেন না পথচারীরা। আর ব্রিজে হকার বসে বলে জায়গাও সংকীর্ণ হয়ে যায়।
পিটিআই স্কুল থেকে মেয়েকে নিয়ে ফুটওভার ব্রিজ পার হচ্ছিলেন সাজেদা আক্তার । তিনি বলেন, ব্রিজে ঠেলাঠেলি করে চলতে হয়। এখানে চারপাশের ফুটপাত সারা বছর হকারদের দখলে থাকে। ব্রিজে উঠলেও অস্বস্তিতে পড়তে হয়। দিন দিন হকারের সংখ্যা বেড়েই চলেছে।
ফুটওভার ব্রিজের দোকানদার মো. ইসলাম বলেন, প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকান করি। পরিবার আছে। টাকা আয়ের জন্য বসেছি।