1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৯:৫৫ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে শিবালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজ

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ৩৭৯ বার দেখা হয়েছে

এস এম আকরাম হোসেন :
মানিকগঞ্জের শিবালয়ে নানা আয়োজনের মধ্যদিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা,দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়েছে।এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানু।

মঙ্গলবার দুপুরে শিবালয় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলার আরিচা নদীবন্দরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়া। আলোচনা ও দোয়া মাহফিল শেষে ৫ হাজার দরিদ্র ও অসহায় মানুষের রান্না করা খাবার খাওয়ানো হয়।

এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানু ও জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক ফাহিম রহমান খান রনি, আরুয়া ইউনিয়ের চেয়ারম্যান মুক্তাকিম রহমান অনিক, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি ও শিবালয় উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ফুয়াদ রহমান খান,জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মহিদুজ্জামান মহিদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি  এ্যাড: সাদিকুল ইসলাম সোহা, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হামজা খান সহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউর রহমান জানু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর আমাদের দিয়ে গিয়েছেন আত্মপরিচয়, স্বাধীন রাষ্ট্র। যে নেতার জন্ম না হলে বিশ্বের বুকে সৃষ্টি হতো না বাংলাদেশের মানচিত্র। বাঙালির জাতীয় জীবনে ১৫ ই আগষ্ট বেদনাবিধুর শোকাবহ দিন। জাতীয় শোক দিবসের এদিনে মহান নেতা ও পরিবারের শহীদ সদস্যদের গভীর ভাবগাম্ভীর্যে স্বরন করা, যথাযথ শ্রদ্ধা নিবেদন সকলেরই দায়িত্ব।
ফাহিম রহমান খান রনি বলেন, বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে বঙ্গবন্ধু কন্যা, কোটি বাঙালির প্রানের নেত্রী দেশরত্ন শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছি। কেন্দ্রীয় ছাত্রলীগ সহ সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটি সহ সম্পাদক এবং নবগঠিত মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ এর শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক এর দায়িত্বে রয়েছি। মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে, প্রানপ্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয়, জাতীয় নেতৃবৃন্দ ও মানিকগঞ্জ জেলার সর্বস্তরের মুজিবসৈনিক প্রতি কৃতজ্ঞতা। জাতির পিতা বঙ্গবন্ধুরআদর্শিত এবং মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নির্দেশিত পথে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ও সকলের দোয়া কামনা করছি।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury