মোহসীন মোহাম্মদ মাতৃক,স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়ন পরিষদের উদ্দ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
আজ বুধবার (১৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের সহায়তায় বেতিলা-মিতরা ইউনিয়নের পক্ষ থেকে বেতিলা-মিতরা পরিবার পরিকল্পনা কেন্দ্র এবং বেতিলা স্কুল এন্ড কলেজের আঙ্গিনায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ফগার মেশিনের সাহায্যে মশক প্রতিরোধী ঔষুধ স্প্রে করা হয়। মশক নিধনের কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মানিকগঞ্জ সদর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পাল। সম্প্রতি ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় পুরো ইউনিয়ন ব্যাপী এ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আসমত আলী।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পাল ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এলাকাবাসীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। বাড়ির আশেপাশে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে বলেন। ডাবের খোসা, ভাঙ্গা ড্রাম, বোতল এসব জিনিসপত্রে পানি জমতে দেওয়া যাবে না এসব বিষয়ে সকলকে সচেতন করেন এবং মশারী টানানোর প্রতি সকলকে তাগিদ দেন।
এসময় আরো উপস্থিত ছিলেন চেয়ারম্যান মোঃ আসমত আলী, ইউপি সচিব মোঃ মুশফিকুর রহমান, প্যানেল চেয়ারম্যান মোঃ আতোয়ার রহমান, ইউপি সদস্যবৃন্দ, গ্রামপুলিশসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।