1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১০:০৪ পূর্বাহ্ন

মানিকগঞ্জের নবযোগদানকৃত জেলা প্রশাসক সারাদিন কাটালেন সাটুরিয়াবাসীদের সঙ্গে, আশ্বাস দিলেন সমস্যা সমাধানের

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ১৫৭ বার দেখা হয়েছে
মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জে নবযোগদানকৃত জেলা প্রশাসক রেহেনা আকতার সাটুরিয়া উপজেলা পরিষদ এবং সাটুরিয়া থানা পরিদর্শন করেছেন। এ সময় তিনি ওই উপজেলার আরো বেশ কিছু জনগুরুত্বপূর্ণ সরকারী কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার সকাল ১১টায় তিনি সাটুরিয়া উপজেলায় পৌছানো মাত্র তাকে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  শান্তা ইসলাম।
এরপর তিনি সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক একটি ক্যাম্পেইনের উদ্বোধন করেন। পরে ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক র‍্যালি ও লিফলেট বিতরণ ও ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কর্মসূচিতে অংশ নেন তিনি।
এরপর তিনি সাটুরিয়া উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে উপজেলায় নবনির্মিত মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। এসময়  জেলা প্রশাসক রেহেনা আকতার ১৯৭১ সালে দেশ স্বাধীনে বীর মুক্তিযোদ্ধাদের অবদান এবং অসীম সাহসিকতার প্রশংসা করেন। পরে অতিথিদের সঙ্গে নিয়ে  তিনি  উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করেন।
এসময় সাটুরিয়ার উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), সাটুরিয়া ও তিল্লীর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, স্কাউটস সহ এলাকার বিভিন্ন শ্রেনীপেশার মানুষ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
এরপর জেলা প্রশাসক রেহেনা আকতার উপজেলা পরিষদ মিলনায়তনে সাটুরিয়া উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে  মতবিনিময়সভা  করেন।
এ সময় উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গের লোকজন সাটুরিয়া উপজেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে জেলা প্রশাসক আইনের মধ্যে থেকে তা সমাধানের আশ্বাস দেন।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury