1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১০:০৫ পূর্বাহ্ন

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির মানিকগঞ্জে বিএনপি’র পদযাত্রায় বিপুলসংখ্যক নেতাকর্মী

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ১৭০ বার দেখা হয়েছে

এস এম আকরাম হোসেন :

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং উন্নত চিকিৎসার দাবিতে মানিকগঞ্জ পদযাত্রা কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি।
আজ শনিবার ( ১৯ আগস্ট) সকাল ১১টার দিকে জেলা শহরের বেউথা কালিগঙ্গা সেতুর দক্ষিণ পার্শ্ব থেকে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার নেতৃত্বে পদযাত্রাটি শুরু হয়। পদযাত্রায় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে কালিগঙ্গা নদীর পার। জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা এবং সাধারণ সম্পাদক সম্পাদক এস এ জিন্নাহ কবীর পদযাত্রার মিছিলের সামনে অবস্থান করে নেতৃত্ব দেন।

কর্মসূচীর কারনে শহরে যানজট এড়ানোর জন্য মিছিল নিয়ে শহরে না ঢুকে এলজিইডির সামনে কর্মসূচী শেষ করার পরামর্শ দেন। কিন্তু নেতাকর্মীরা পদযাত্রাটি জেলা শহরে প্রবেশ করতে গেলে এলজিডি ভবনের সামনে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের বাক-বিতণ্ডার এক পর্যায়ে দলীয় নেতা কর্মীরা সেখানে বসে পড়েন এবং বক্তব্য শেষে কর্মসূচীর সমাপ্তি ঘোষনা করেন।
জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা বলেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে আমাদের শান্তিপূর্ণ পদযাত্রায় পুলিশ বাধা দিয়েছে। বাধা দিয়ে আমাদের আন্দোলন সংগ্রাম থামাতে পারবে না। যত বাধা আসবে আন্দোলন আরো বেগবান হবে। ভোটার অধিকার হরণকারী এই সরকারের বিদায় ঘন্টা অতি সন্নিকটে। বর্তমান নির্বাচন কমিশনের পুনঃবিন্যাস এবং নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্ববধায়ক সরকার অধীনে আমরা নির্বাচন চাই। নিশি রাতের এই সরকারের অধীনে বাংলাদেশে কোন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব না। হাসিনার অধীনে বাংলাদেশে আর কোন নির্বাচন হবে না এটা দিনের আলোর মতো সত্য।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ কবীর জিন্নাহ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা গোলাম কিবরিয়া সাঈদ,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম আবেদীন কায়সার প্রমুখ। এসময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury