স্টাফ রিপোর্টার:
শিবালয়ে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালেশিবালয় উপজেলা পরিষদ মিলনায়তনে সম্প্রীতি বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখার আয়োজনে সম্প্রীতি বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখার আহŸায়ক অধ্যক্ষ মোঃ আব্দুর রউফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্প্রীতি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আহŸায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সম্প্রীতি বাংলাদেশ জেলা শাখার প্রধান উপদেষ্টা ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজ্ঞ পিপি বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ আবদুস সালাম, মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান, মানিকগঞ্জ জেলা শাখার সম্প্রীতি বাংলাদেশের উপদেষ্টা ও মানিকগঞ্জ সরকারী দেবেন্দ্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর বদর উদ্দিন আহাম্মদ, সম্প্রীতি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মামুন আল-মাহতাব স্বপ্নীল, সম্প্রীতি বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখার সদস্য সচিব ড. মোঃ জাহাঙ্গীল আলম ও চ্যানেল আই সাংবাদিক কল্যাণ সাহা প্রমূখ।
কেন্দ্রীয় কমিটির আহŸায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকান্ডের সাথে কারা জড়িত তাদের নাম প্রকাশ জন্য তদন্ত কমিশন গঠনের দাবি করেছেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর হত্যাকান্ডের সাথে কারা কারা জড়িত, কিভাবে জড়িত ছিলেন। কি কি ষড়যন্ত্র করেছেন এবং হত্যাকান্ডের পরে কি কি করেছেন। তদন্ত কমিশন গঠনের মাধ্যমে তদন্ত করে তাদের নাম প্রকাশ করা হোক।