স্টাফ রিপোর্টার:
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতায় মানিকগঞ্জে ‘গণতন্ত্র মুক্তির মিছিল’ করেছে স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা। রোববার দুপুরে জেলা শহরের দক্ষিণ সেওতা থেকে বান্দুটিয়া বাজার পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়।
সংগঠন সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে দক্ষিণ সেওতা মডেল হাইস্কুল মোড় এলাকায় জড়ো হতে থাকেন জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। বেলা ১২টার দিকে সেখান থেকে মিছিল বের করা হয়। প্রায় এক কিলোমিটার দূরে বান্দুটিয়া বাজারে গিয়ে মিছিলটি শেষ হয়। এর পর সেখানে সমাবেশের আয়োজন করা হয়।
এতে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এ্যাড: মো. জিন্নাহ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মোহাম্মদ উল্লাহ চৌধুরী ফয়সাল। এ ছাড়া আরও বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, সদস্য সচিব এ্যাড: মো. রকিবুর রহমান রাকিব প্রমুখ। মিছিলে সংগঠনের জেলা, সাতটি উপজেলা ও দুটি পৌরসভার নেতা-কর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
মোহাম্মদ উল্লাহ চৌধুরী বলেন, এই সরকার গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোও ধ্বংস করা হয়েছে। নাগরিকদের মৌলিক অধিকার ভোটাধিকার হরণ করা হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ আজ দিশেহারা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে চরম পরাজয় জেনেই এ সরকার আবারও ভোট চুরি ষড়যন্ত্র করছে। তবে তাদের সেই ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না। বিএনপির এক দফা দাবি আদায়ের আন্দোলন-সংগ্রামের সঙ্গে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের রাজপথে থাকার আহ্বান জানান তিনি।