1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৩:৪৮ পূর্বাহ্ন

বিএনপি নির্বাচনের সংবিধান অনুযায়ী নির্বাচন করতে চায় না-মানিকগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী 

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৩ বার দেখা হয়েছে

দীপক সূত্রধর:

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিএনপি নির্বাচনে আসতে চায় না। তারা বলে, আমরা নির্বাচনে আসবো না।নির্বাচনের সংবিধান অনুযায়ী নির্বাচন করবো না।তারা নিজেদের সংবিধান বানিয়ে নির্বাচন করতে চায়।কিন্ত বাংলার মানুষ তা কখনোই হতে দিবে না।নির্বাচন হবে শেখ হাসিনার অধীনেই এবং সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।এর বাইরে আর কোন নির্বাচনের কোন রকম সুযোগ নেই বাংলাদেশে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় গড়পাড়ার শুভ্র সেন্টারে দিঘী ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত মত বিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নির্বাচনের সময় আপনারা দেখেছেন গত বছর এবং গত টার্মে এবং তার আগের টার্মে নির্বাচনে তারা আসে নাই। নির্বাচনে শতবার বলার পরও আসে নাই। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা হাজার বার আহ্বান করেছে কিন্ত তারা আসে নাই। তারা নির্বাচনকে ব্যাহত করার জন্য, মানুষকে ভোটে থেকে বঞ্চিত করার জন্যে এবং উন্নতি থেকে বঞ্চিত করার জন্যে হরতালের পর হরতাল দিয়েছে তারা গাড়ি পুড়িয়েছে,মানুষ পুড়িয়েছে, কলকারখানা পুড়িয়েছে। কি না তারা করেছে!

মন্ত্রী বলেন, তাদের হাওয়া বের হয়ে গেছে যেভাবে বেলুন থেকে হাওয়া বের হয়ে যায়।তাদের আন্দোলন চুপসিয়ে গেছে,লোক আর আসে না! কেন আসবে? কোথায় আসবে? লোকে তো ভবিষ্যত খোঁজে।লোকেরা তো নেতা খুঁজে। কিন্ত তাদের তো নেতা খুঁজে পায় না।নেতা কোথায় হারিয়ে গেছে নেতারে হারিকেন দিয়ে খুঁজেও পায় না তারা।যত নেতা আছে শুধু লাইনে দারিয়ে ছবি তুলে।আর একজন খালি টেলিভিশনে কথা বলে।আর তো নেতা নাই! নেতা বিহীন একটি দল,সংগঠন বিহীন দল! কিছু লোক আছে তারা লাফ পারে,কিছু লোক আছে তাদের সময় ফয়দা লুটছে।বিদ্যুত থেকে চুরি করছে, সারে থেকে চুরি করছে,মানুষকে হত্যা করছে তারাই এই লাফঝাপ পারে।আরেকজন নেতা তো জেলে ছিলো শেখ হাসিনা তারে বাইরে রাখছে। এই সমস্ত অচল নেতা দিয়ে আর যাই হোক নির্বাচন হবে না বলে মন্তব্য করেন তিনি।

এসময় দিঘী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম ওহাব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. গোলাম মহিউদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ইসরাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, জাগীর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামীম হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু বকর সিদ্দিক খান তুষার, দিঘী ইউনিয়নের চেয়ারম্যান আখতার উদ্দিন আহমেদ রাজা প্রমুখ।

এছাড়াও সভায় জেলা আওয়ামীলীগের সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ সহ দিঘী ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury