1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৩:৫৮ পূর্বাহ্ন

‘ঢাকা শহরকে যানজট মুক্ত করতেই এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হয়েছে’ বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • প্রকাশের সময় : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৬ বার দেখা হয়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ঢাকা শহরকে যানজট মুক্ত করতেই এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হয়েছে। আমি নিজেই কাওলা থেকে টোল দিয়ে মাত্র দশ মিনিটে ফার্মগেট এসেছি।’

শনিবার (২ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।

তিনি বলেন, ‘‘জাতির পিতা বলে গিয়েছিলেন, ‘বাংলাদেশকে দাবিয়ে রাখতে পারবা না’। কেউ দাবিয়ে রাখতে পারে নাই।’’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পর দেশের যোগাযোগ, পরিবহন ও বিদ্যুৎ অবকাঠামোর রূপান্তরের লক্ষে বেশ কিছু স্মারক উন্নয়ন প্রকল্প হাতে নেয়। বর্তমান সরকার আধুনিক পরিবহন ব্যবস্থা ঢাকা মেট্রোরেল আংশিক চালু করেছে এবং পদ্মা বহুমুখী সেতু নির্মাণসহ অন্যান্য মেগা প্রকল্পের উদ্বোধন করেছে।’

আওয়ামী লীগ আয়োজিত এই সুধী সমাবেশে যোগ দিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও দলীয় নেতাকর্মী। প্রধানমন্ত্রী আগমনে মিছিল আর স্লোগানে মুখরিত হয়ে উঠেছে শেরে বাংলা নগর এলাকা।

এর আগে বিকেল পৌনে চারটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কাওলা পয়েন্টে এলিভেটেড এক্সপ্রেসওয়ের শুভ উদ্বোধন করেন।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury