মানিকগঞ্জ সাটুরিয়া প্রতিনিধি, ০৪ সেপ্টেম্বর:
শিশুদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানিকগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী।
সোমবার সকাল ১০ টার দিকে সাটুরিয়া উপজেলার তিল্লী বাজারে এই মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন তিল্লী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অব্দুল লতিফ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক খান, সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মুরছালিন বাবুসহ আরও অনেকেই।
উল্লেখ্য গত ২০ আগষ্ট অপূর্ব ওরফে আলামিন নামের ১১ বছরের এক শিশু কালিগঙ্গা নদীতে গোসল করতে নেমে নিখোজ হয়।
নিখোজের ৩ দিন পর মানিকগঞ্জ সদর উপজেলার সার্মান্দা এলাকায় একটি শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে সেই শিশুটি অপূর্ব কিনা তার জন্য ডিএনএ পরীক্ষাধীন অবস্থায় আছে।
মানবন্ধনে বক্তারা বলেন, নিখোজ শিশুর পিতা আব্দুল মালেক কোন এক গোষ্ঠির ইনন্ধনে বিগত ২৮ আগষ্ট নিজে বাদী হয়ে মানিকগঞ্জ বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রাথমিক বিদ্যালয়ে পড়া (আব্দুল্লাহ-৯ বছর,সিয়াম-৯ বছর ও স্বাধীন-১২ বছর) এই ৩ শিশুর নামে হত্যা ও গুমের অভিযোগ এনে মামলা দায়ের করে। যা খুবই নিন্ধনীয়।
বক্তারা অনতিলম্বে স্কুল পড়া ৩ শিশু ও অন্যান্য আসামীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী করেন। বক্তারা আরো বলেন, প্রশাসনের নির্দেশ অমান্য করে বালু উত্তোলন করেছে। এতে এ শিশু নদীতে গোসল করতে গিয়ে নিখোজ হন। অবলম্বে তারও বিচার দাবী করেন।