1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৪:০০ পূর্বাহ্ন

মানিকগঞ্জে ৫ যুবদল নেতাকর্মীকে কুপিয়ে জখম

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০০ বার দেখা হয়েছে

মানিকগঞ্জ প্রতিনিধি,০৭ সেপ্টেম্বর
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বয়রা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহিদুর রহমান তুষারসহ ৫ যুবদল নেতাকর্মীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম-সরুপাই সড়কে এ ঘটনা ঘটে বলে জানান আহত নেতাকর্মীরা।
আহত জাহিদুর রহমান তুষার জানান, তারা মোটরসাইকেলে মানিকগঞ্জ সদর থেকে হরিরামপুরে ফেরার সময় এ হামলার ঘটনা ঘটে। আহত অন্য ৪ জন হরিরামপুর উপজেলা যুবদলের নেতাকর্মী শাকিল, বাদল, মাসুম ও আলমাস।
৫ জনকেই প্রথমে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে তুষারের ডান পা, ডান হাত ও ডান কান গুরুতর জখম হয়েছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, ‘সড়কের নবগ্রাম এলাকায় মারামারির খবর পেয়েছি। ঘটনাস্থলে বানিয়াজুরি তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা গেছেন। তদন্তের পর বিষয়টি ভালোভাবে জানা যাবে।
জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সাথে জরিতদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবী জানান।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury