1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৭:২৪ পূর্বাহ্ন

শিবালয়ে কুপিয়ে হত্যা চেষ্টার বিচারের দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৪ বার দেখা হয়েছে
মানিকগঞ্জ জেলা প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২৩
মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের পারভিন আক্তারকে হত্যার চেষ্টাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসীরা।
বৃহস্পতিবার দুপুর ১২ টায় তেওতা মাঠের পাশে  অনুষ্ঠিত মানববন্ধনে কয়েকশত নারী পুরুষ অংশ নেন। এ সময় বিক্ষোভও করেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, হত্যার চেষ্টা মামলায় পুলিশ একজনকে গ্রেফতার করলেও মূল আসামিরা ধরা-ছোঁয়ার বাইরে আছে। তাদের গ্রেফতার করে দ্রুত শাস্তির দাবি জানান তারা। এছাড়াও বক্তারা বলেন আসামিরা জামিনে এসে আবারও হুমকি ধামকি দিচ্ছে ।
এর আগে, গত ১১ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ১ ঘটিকায় মেহগনী গাছের ডাল কাটার সময় পারভীন আক্তার প্রতিবাদ করিলে পার্শ্ববর্তী বাড়ির মোশাররফ, মোতালেব, হাসেম সহ আরও ৪/৫ জন পারভীন আক্তারকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ কর্ণেল মালেক মেডিকেল কলেজে ভর্তি করে। বর্তমানে তিনি ওই হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
এ ঘটনায় ভুক্তভোগী পারভীন আক্তারের চাচাতো ভাই মানিক খা ৪ জন নাম সহ অজ্ঞাত আরও। ৪/৫ জনকে আসামি করে শিবালয় থানায় একটি মামলা করেন।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury