নিজস্ব প্রতিবেদক:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতো বেশি প্রতিহিংসাপরায়ন যে তিনি কারো কথাই শুনছেন না। সব দল নিরপেক্ষ নির্বাচন সরকারের অধীনে নির্বাচনের দাবি করলেও তিনি বর্তমান সংবিধান অনুযায়ী নির্বাচনের কথা বলছেন, কিন্তু এ সংবিধানের অধীনে নির্বাচন সুষ্ঠু হতে পারে।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগ নিরপেক্ষ সরকারের একদফা দাবিতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের সমাবেশে তিনি এ কথা বলেন।
মহিলা দলের সমাবেশে রাজধানী ঢাকা হ সারাদেশের থেকে আসা মহিলা দলের নেতাকর্মীরা যোগ দেন।
সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মিথ্যা মামলায় সাজা দিয়ে বেগম জিয়াকে গৃহবন্দি রেখে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার। তিনি বাইরে থাকলে সরকার ক্ষমতায থাকতে পারবে না। মুক্তি দিয়ে বেগম জিয়াকে সরকার বিদেশে পাঠাবে বলে আশা করেন তিনি।
তিনি বলেন, সরকার জোর করে ক্ষমতায় থাকতে চায়। জনগণ তা হতে দেবে না। সরকার জোর করে রাস্ট্রযন্ত্রকে ব্যবহার করে টিকে আছে। তিনি বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে।
এসম অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মইন খান,বেগম সেলিমা রহমান, চেয়ারপার্সনের উপদেষ্টা আফরোজা খান রিতা, কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস সহ কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।