1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৬:৫৮ পূর্বাহ্ন

হরিরামপুরে কৃষকলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৯ বার দেখা হয়েছে

জ. ই. আকাশ :
বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের হরিরামপুর উপজেলা শাখার আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মো. বিল্লাল হোসেনকে আহবায়ক ও সুবোধ কুমার শাখাঁরীকে যুগ্মা-আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।

২৫ সেপ্টেম্বর জেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মো. সমাপ্ত হোসেন ও সদস্য সচিব প্রভাষক বুলবুল আহমেদের স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

২৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) প্রকাশিত ওই প্রেসবিজ্ঞপ্তিতে জানা যায়, পূর্বের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় পূর্বের কমিটি বিলুপ্ত করে আগামী তিন মাসের জন্য নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হলো।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন মো. শহিদুল ইসলাম, জিল্লুর রহমান, মো. শামসুল হক, মো. হায়দার আলী, নিপেন্দ্র নিয়োগী, সৈয়দ ওমর ফারুক, আলীম বিশ্বাস, সুইটি আক্তার ও মো. রফিকুল ইসলাম।
নতুন আহ্বায়ক মো. বিল্লাল হোসেন জানান, দীর্ঘদিন যাবৎ কৃষক লীগের কার্যক্রম স্থবির হয়েছিল। পূর্বের কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করে জেলা কৃষকলীগ। আমি চেষ্টা করব, সংগঠনটিকে পুণরুজ্জীবিত করতে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হরিরামপুর উপজেলা কৃষকলীগ মুখ্য ভূমিকা পালন করবে, ইনশাআল্লাহ।
জানা যায়, ১৯৭২ সালের ১৯ এপ্রিল দেশের অর্থনৈতিক মুক্তির কার্যক্রমে কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষক লীগ প্রতিষ্ঠা করেন। এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন ১৫ আগস্টে শহীদ কৃষক নেতা আবদুর রব সেরনিয়াবাত।

 

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury