হাসান শিকদার, বিশেষ প্রতিবেদক:
আজ মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযানে ঘিওর উপজেলার দক্ষিণ তরা এলাকার জনৈক আঃ রাজ্জাকের মুদি দোকানের সামনে হতে মাসুদ রানা ওরফে রাসেল (২৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে মানিকগঞ্জ ডিবি পুলিশ। এসময় তার সাথে থাকা অনুমানিক ৫ লক্ষ ৪ হাজার টাকা বাজার মূল্যের ৫০ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতার হওয়া মাসুদ রানা ওরফে রাসেল দক্ষিণ তরা গ্রামের আতোয়ার রহমানের ছেলে। জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এ সংক্রান্তে ঘিওর থানায় আরও ০১টি মামলা রুজু হয়েছে।