1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৬:৪৬ পূর্বাহ্ন

দৌলতপুরে কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও জনপ্রতিনিধিদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ২৩৯ বার দেখা হয়েছে

মোঃ আতিকুর রহমান , দৌলতপুর,মানিকগঞ্জ:

মানিকগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) রেহেনা আকতার দৌলতপুর উপজেলায় বিভিন্ন অফিসের/দপ্তরের কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক ও গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল ১০.৩০ টার উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা সম্প্রসারিত হলরুমে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিকুর রহমান চৌধুরী ।

এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মো. নূরুল ইসলাম রাজা, দৌলতপুর থানা অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্যা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কদ্দুস,ভাইস চেয়ারম্যান এ কে এম মোঃ নাসির উদ্দীন আবুল,সদর চকমিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম,জিয়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন,ধামশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহআলম সহ অন্যরা।

মতবিনিময় সভায় বক্তারা দৌলতপুর উপজেলার নদী ভাঙ্গনসহ বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। নবাগত জেলা প্রশাসক রেহেনা আকতার মনোযোগ দিয়ে এসব সমস্যা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury