স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের বেউথা বস্তিবাসীদের মাঝে সব্জির বীজ, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, সাবান, মাস্ক ও গাছের চারা বিতরণ করেছে আমরা স্কাউট গ্রুপ, ঢাকা।
আজ শনিবার সকালে দিশারী প্রি-প্রাইমারি স্কুল প্রাঙ্গন থেকে তাদের হাতে এসব সামগ্রী তুলে দেন বাংলাদেশ স্কাউটের চীফ ন্যাশনাল কমিশনার ও আমরা স্কাউট গ্রুপের সভাপতি মোঃ মোজাম্মেল হক খান। এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটের ডেপুটি ন্যাশনাল কমিশনার এস এম ফেরদৌস ও মোঃ মাইনুদ্দিন, লীডার ট্রেনার প্রফেসর ড. সোহেল হোসেন খান, মানিকগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দূর-রে-শাহওয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শুক্লা সরকার, দিশারীর উপদেষ্টা জাহাঙ্গীর আলম বিশ্বাস, সভাপতি হাসান শিকদার, সহকারী রোভার স্কাউট লীডার ইমামুল হাসান, অদম্য রোভার স্কাউটের সম্পাদক অ্যাডভোকে সাদিকুল ইসলাম সোহা ও স্কাউট সদস্যবৃন্দ।
পরে, অতিথিরা স্কুল প্রাঙ্গনে গাছের চারা রোপণ করেন এবং বস্তিবাসীদের বায়োগ্যাস প্ল্যান্ট, কম্পোস্ট সার ও পানির ফিল্টার প্রস্তুতির পদ্ধতি দেখানো হয়।