বুধবার সকাল পৌনে ৯টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সদর উপজেলার ভাটবাউর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজন নারী ও দুইজন পুরুষ রয়েছে।
নিহতরা হলেন- সদর উপজেলার পাথরাইল এলাকার মৃত পরেশ চন্দ্র মদকের ছেলে মকাদেব চন্দ্র মদক(৫০), বাগজান এলাকার আব্দুল ছালামের স্ত্রী হেনা আক্তার (৫০), মনছুর আলীর স্ত্রী মালেকা বেগম (৫৫) ও ভাটবাউর এলাকার আব্দুল মোতালেবের ছেলে জাহিদ(৩৪)।
এ ঘটনায় দুর্ঘটনা কবলিত লেগুনা গাড়িটি এবং ঘাতক বাসটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
পুলিশ জানান, মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরিয়া বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে আসছিল লেগুনাটি। ঢাকা আরিচা মহাসড়কের ভাটবাউর এলাকায় যাত্রী নামানোর সময় আকিজ কোম্পানীর একটি স্টাফবাস পিছন থেকে লেগুনাকে ধাক্কা দিয়ে যাত্রীসহ লেগুনাটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে লেগুনার চাপা পড়ে চালকসহ চারনজন নিহত হয়।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং চালককে আটকের চেষ্টা চলছে বলেও তিনি জানান।
মানিকগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) রাসেল জানান, সড়ক দুর্ঘটনায় আহত দুইজন রোগীকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে মোছা মিয়া নামে একজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। নাসির নামে একজন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এছাড়াও ঘটনা স্থল ও নিহতদের বাড়ি পরিদর্শন করেন সদর উপজেলা প্রশাসন জৈতিশ্যর পাল। এসময় তিনি নিহতদের পরিবারের জেলা প্রশাসনের পক্ষ হতে নগদ অর্থ বিশ হাজার ও আহতদের পরিবারে সাড়ে সাত হাজার টাকা সহায়তা দেন।