এস এম আকরাম হোসেন:
একশো টাকা দিয়ে ভোট কিনে চলে যাবেন। সেই দিন আর নাই, মানুষ এখন বুঝে। কারন মানুষ এখণ শিক্ষতি হয়েছে, মানুষ জানে কোথায় ভোট দিতে হবে। কোথায় উন্নয়ন আছে, মানুষ সে বিষয়গুলো ভালো বোঝে। উন্নয়নের মাধ্যমে ভোটের দাবিদার হতে হবে। প্রমাণ করতে হবে মানুষের উন্নয়নে কাজ করেছি এবং আমি মানুষের বন্ধু। সেইজন্য আমি ভোটের দাবিদার। নির্বাচনের সময় একটা অচেনা-অজানা লোক এসে ভোট দাবি করবে আর ভোট পাবে। সেটা আর সম্ভব না, মানুষ এখন সব বোঝে।
শনিবার দুপুরে মানিকগঞ্জ পৌরসভা মিলনায়তনে পৌরসভার দেড়শতাধিক অসহায়-দরিদ্র মানুষের জাতীয় সমাজ কল্যাণ পরিষদের ২০২৩-২৪ অর্থবছর হতে বরাদ্দকৃত টাকার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পৌরসভার মেয়র মো.রমজান আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সানোয়ারুল হক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান, সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা, পৌর আওয়ামীলীগের সভাপতি আরশেদ আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা ও জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মাহাবুবুর রহমান জনিসহ অন্যরা উপস্থিত ছিলেন।