1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১১:১৩ অপরাহ্ন

দৌলতপুরে কিশোরীদের জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধমুলক এইচপিভি টিকাদান কার্যক্রমের শুভ উদ্বোধন

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ১৮৪ বার দেখা হয়েছে
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ১ মাস ব্যাপি কিশোরীদের জরায়ুমুখ ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধমুলক এইচপিভি টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে।
১৫ই অক্টোবর রবিবার সকাল ১০ ঘটিকার সময় উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে দৌলতপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের হলরুমে টিকাদান ক্যাম্পেইন কার্যক্রম শুরু হয়।
টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল ইসলাম রাজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য প: প: কর্মকর্তা ডাক্তার শাহ্ আলম সিদ্দিকী।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিকল্পনা কর্মকর্তা মৃদুল আচার্য, প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম , মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ এমদাদুর রহমান তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর ফিরোজ, দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, দৌলতপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম প্রমুখ।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও কর্মকর্তা ডা: শাহ আলম সিদ্দিকী বলেন, আমাদের দৌলতপুরে ১ মাসব্যাপী টিকা কার্যক্রম বিনামূল্যে পরিচালিত হবে। আজকে থেকে আমাদের আনুষ্ঠানিকভাবে টিকা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হলো। আজ উপজেলার ১৬টি  শিক্ষা প্রতিষ্ঠানে টিকা কার্যক্রম পরিচালিত হবে। আমাদের আজকে টিকা কার্যক্রম প্রায় ৫৪১ জন কিশোরীকে নিবন্ধনের মাধ্যমে টিকা প্রদান করা হবে। আমাদের ১৮ কর্ম দিবস টিকাদান কর্মসূচি চালু থাকবে। দৌলতপুর উপজেলায় ৮ হাজারের উপরে কিশোরীদের টিকা প্রদান করা হবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম বলেন- আজ আমাদের দৌলতপুরের মানুষের সৌভাগ্য কারণ ক্যান্সার একটি মরণ ব্যাধি রোগ। এই রোগে প্রতি বছর শতশত নারী জরায়ুতে আক্রান্ত হয়। পরে এগুলো ক্যান্সার হয়ে মানুষ মারা যাচ্ছে। এই ক্যান্সার প্রতিরোধে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে বিনামূল্যে ক্যান্সার প্রতিরোধের টিকা কার্যক্রম চালু করেছে। আজ থেকে ঢাকা বিভাগে শুরু হলো।পর্যায়ক্রমে সারা বাংলাদেশে এ কার্যক্রম পরিচালিত হবে। তাই উপস্থিত সকলের প্রতি আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনার অনুরোধ করেন নুরুল ইসলাম রাজা।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury